খরগোশ এবং ব্যাঙ
ঈশপের গল্প

খরগোসেরা একদিন একত্রে বসে তারা কত দূর্বল সেইটা নিয়ে বলাবলি করছিলো। তারা চিন্তা করে দেখলো তাদের না আছে শক্তি, না আছে সাহস। মানুষ, পশুপাখী সবাই তাদের শত্রু, সবাই তাদের ধরে খায়। খরগোসদের ঠিক করলো এরকম জীবন রাখার চাইতে মরে যাওয়া ভালো। তাই তারা দল বেঁধে পানিতে ডুবে মরার জন্য এক পুকুরের ধারে গেলো।
পুকুর পাড়ে বসে ছিলো অনেকগুলো ব্যাঙ। খরগোসদের সাড়া পেয়ে তারা লাফ দিলো পুকুরে। যেই না সবাই লাফ দিতে যাবে সে সময় বুড়ো এক খরগোস বললো, ‘দাঁড়াও, আগেই লাফ দিওনা। এই দেখো ব্যাঙের দল আমাদের ভয় পায়। তার মানে ওরা আমাদের থেকেও অসহায়।’
উপদেশঃ একজন যতই দূর্বল হোক না কেনো, তার থেকে সবসময় আরো দূর্বল কেও থাকে।