একখানা মেঘ ভেসে এল আকাশে
✍️ কথা: শিবদাস বন্দ্যোপাধ্যায়
🎼 সুর: ভূপেন হাজারিকা
🎙️ শিল্পী: রুমা গুহঠাকুরতা
🌥️
একখানা মেঘ ভেসে এল আকাশে
একঝাঁক বুনো হাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালার পাশে—
সে কি আসে? যারে আমি বেসেছি ভালো?
🍃
এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে,
শর্মিলা মনে আজ কেন কে জানে।
ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা,
একমুঠো অনুরাগ মন ভরালো।
🏙️
আমি একা যক্ষ এই শহরের,
যারে ডাকি, কেন তার পাই না সাড়া!
চোখে তাই ঝরো ঝরো বৃষ্টি ধারা…
🌫️
ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা,
এই সময়ে ভালো আর লাগে না একা।
বাতাসের হাতে আজ পেলাম চিঠি—
বিরহের কথা মেঘ লিখে পাঠালো।
🎧 গানটির আবেশ:
এই গান যেন এক নিঃসঙ্গ হৃদয়ের দীর্ঘশ্বাস। এখানে রয়েছে
ভালোবাসার প্রতীক্ষা,
নিঃসঙ্গতা,
বিরহের মেঘ
আর
সময়ের কাছে পরাজিত প্রেমের অতল আবেগ।
ভূপেন হাজারিকার সুর ও রুমা গুহঠাকুরতার কণ্ঠ এ গানকে শুধু গান নয়, এক কবিতায় পরিণত করেছে—যেখানে শব্দ, সুর, নীরবতা মিলেমিশে একাকার।
/https://www.munshiacademy.com/একখানা-মেঘ-ভেসে-এল-আকাশে/