সারমর্ম ১ শৈশবে সদুপদেশ যাহার না রোচে, জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে। চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে, কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে? সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চাহে, সেও অতি নির্বোধ, অধম। খেয়া-তরী চ’লে গেলে বসে এসে তীরে, কিসে পার হবে, তরী না আসিলে ফিরে? সারমর্ম: নৈতিকতা শেখার যথার্থ সময়…