Tag: শিক্ষার্থীদের_জন্য


  • বাংলা মায়ের আঁচল জুড়ে, সবুজ-লাল এক রঙের দেশ,ধানের গন্ধে ভরা মাঠে, মেলে ভালোবাসার আবেশ।পাখির ডাকে ভোরের সুরে, জাগে মাটির প্রাণ,বাংলার মাটি, বাংলার জল — গায় অমর গান। পদ্মা, মেঘনা, যমুনা বয়ে, বর্ণে রাঙায় পথ,হৃদয়ে বাজে বিজয়ের ঢোল, শত্রু ভোলে ভয়।একাত্তরের সেই গৌরব গাথা, রক্তে লেখা ইতিহাস,শহীদের চেতনায় জেগে উঠে, নতুন দিনের আশ্বাস। গ্রামে-গঞ্জে কৃষকের মুখে,…