অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয়।মাঝি বেটা বড় ঠেঁটা, হাল ছেড়ে দিয়ে বগল বাজায়।।উজান ভাটি তিনটি নালেদোম দমা দোম বেদম কলে এক শব্দ হয়।গুরুর গুরু পবন গুরু প্রেম আনন্দে সাঁতার খেলায়।।সামনেতে অপার নদীপার হয়ে যায় ছয় জন বাদী কিরূপ লীলাময়।লালন বলে, ভাব জানিয়ে ডুব দিয়ে রত্ন উঠায়।। হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪৭-৪৮গানটিতে সঞ্চারী স্তবকটি…