নারী – কাজী নজরুল ইসলাম—সাম্যবাদী সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান? তারে বলো, আদি পাপ নারী নহে, সে যে নর-শয়তান।…

অতলান্ত খোঁজ: দর্শন, কাব্যিকতা আর জীবন-জিজ্ঞাসার ব্যতিক্রমী জগৎমুনশি আলিম অতলান্ত খোঁজ কথাসাহিত্যিক নিলুফা আক্তার-এর একটি নিরীক্ষাধর্মী উপন্যাস। সমাবেশ থেকে ২০২০ খ্রিষ্টাব্দে এটি প্রকাশিত। এ উপন্যাসের ভাঁজে ভাঁজে রয়েছে আত্মজিজ্ঞাসাময় প্রশ্নমালা। যে প্রশ্নগুলোর মধ্যে তত্ত¡-তথ্য-উপাত্ত-দর্শন-রাজনীতি-অর্থনীতি-সংস্কৃতিসহ হেন কোনো বিষয় নেই যে উঠে আসেনি। সক্রেটিস বলেছিলেন—“নো দাইসেফল”। অর্থাৎ নিজেকে জানো। উপন্যাসে বর্ণিত কথকের ভূমিকাকেও যেনো একইরকম মনে হয়েছে।…