অশান্তি আজ হানল এ কী দহনজ্বালা।বিঁধল হৃদয় নিদয় বাণে বেদনঢালা॥ বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চক্ষে কাঁপায় মরীচিকা– মরণসুতোয় গাঁথল কে মোর বরণমালা॥চেনা ভুবন হারিয়ে গেল স্বপনছায়াতেফাগুনদিনের পলাশরঙের রঙিন মায়াতে। যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগল নেশা– অচিন দেশে এবার আমার যাবার পালা॥ রাগ: হাম্বীরতাল: দাদরারচনাকাল (বঙ্গাব্দ): মাঘ, ১৩৪২রচনাকাল (খৃষ্টাব্দ): 1936
অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।। আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাঁঝেবলবে না আর মনের কথা মধুর মধুর লাজেগাইবে না সে গান আমারই দূর আকাশের গায়েমিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।। কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরেচিনেছিলাম দুজনারে কত আপন করেমিলন মালা আজ…