Tag: দেশপ্রেমের গান


  • আমি বাংলায় গান গাই,আমি বাংলার গান গাইআমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাইআমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুরআমি এই বাংলার মায়া ভরা পথে, হেঁটেছি এতটা দূরবাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখআমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কইআমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে…

  • আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারি।।ছেলে হারা শত মায়ের অশ্রুগড়ায়ে ফেব্রুয়ারি।।আমার সোনার দেশেররক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।। জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরাশিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবীদিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারইএকুশে ফেব্রুয়ারি একুশে…