কষ্টের গান

অভিমান (আমি পারিনি তোমাকে আপন করে রাখতে   আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে।   তুমি বুঝনি, আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে সব গেয়েছি।   গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি, বুঝনি।।   কখনোContinue Reading

আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে? আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে? আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে? আরে হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির গলায় দড়ি আরে ও সত্যি করিয়া বলরে মাহুত কোন বা দেশে বাড়ি? হস্তি নড়াঁও হস্তিরে চড়াঁও হস্তিরে পায়ে বেড়ি আমি সত্য করিয়া কইলামContinue Reading

ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে   ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।। যদি বন্ধু যাবার চাও ঘাড়ের গামছা থুইয়া যাও রে বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।। বটবৃক্ষের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়াContinue Reading

জানি না জানি না কেন এমনও হয়   জানি না জানি না কেন এমনও হয় জানি না… জানি না জানি না কেন এমনও হয় তুমি আর নেই সে তুমি   তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি…   তোমার চোখেরও পাতা নাচে না নাচে না আমারো পথ চেয়েContinue Reading

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া   লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া কি যে যন্ত্রনা এই পথচলা… বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা। লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া কি যে যন্ত্রনাContinue Reading

আর ডেক না সেই মধুনামে যাবার লগনে আর ডেক না সেই মধুনামে যাবার লগনে কিশোর বেলায় যে নামে ডাকিতে কেন ডাকো মোরে যাবার লগনে তোমারই আঘাতে ঝরেছে যে মালা ভুলিতে দিওগো মোরে তারই স্মৃতি জ্বালা নয়ন কোণে মোর সজল বরষা থাকনা গোপনে সবার লগনে। যদি গো মাধবী চাঁদ ওঠে কোনContinue Reading

আর কত রহিব শুধু পথ চেয়ে আর কত রহিব শুধু পথ চেয়ে। আমার আকাশ হয়না তো নীল মেঘে মেঘে রয় ছেয়ে। বকুলের মুকুলে নেই কেন গুন গুন মাধবীর স্বপ্নে আসেনা তো ফাল্গুন কিসের আশায় তবু জেগে রই বেদনারই গান গেয়ে। হাসি ভুলে আর কত কাঁদি বালুচরে মিছে ঘর বাঁধি। অবহেলাContinue Reading

আমি সারারাত শুধু যে কেঁদেছি – লিরিক্স আমি সারারাত শুধু যে কেঁদেছি, বুঝিনি এভাবে তুমি চলে যাবে জানিনা কি অপরাধ করেছি ।। পারিনি কিছুতে নিজেকে বোঝাতে কি ভুলে সবই যে হলো হারাতে পারিনি সে রাতে তোমায় ফেরাতে ঢেকেছি এ আঁখি শূণ্য দুহাতে তবে কি ভুলেরই স্বর্গই গড়েছি ।। জানি নাContinue Reading

আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম – লিরিক্স আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম, আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম কেনো যে তোমার বুকের দীর্ঘশ্বাস ছড়ালাম ।। সকলেই অঝর ধারার বৃষ্টি কি আর হয় কেউ কেউ আগুন হয়েইContinue Reading

আমার জীবনের এত খুশি এত হাসি আজ কোথায় গেল ফুলের বুকে অলির হাসি আজ কোথায় গেল হায় স্বপ্নভরা সেই গান আজ কেন হল অবসান সেই দুটি কথা ভালোবাসি কোথায় গেল আজ কোথায় গেল এই না পাওয়ার ব্যথা ভরা তিথিতে মন আমার ভরা আছে স্মৃতিতে হায় বছর ভরা সেই ফুল হলোContinue Reading