ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘মানুষ কে’ কবিতায় আদর্শ মানুষের গুণাবলি তুলে ধরে নৈতিকতা, মানবতা ও সততার সৌন্দর্য দর্শনীয়ভাবে উপস্থাপিত হয়েছে।

🌟 কবিতার নাম: মানুষ কে ✍ কবি:ঈশ্বরচন্দ্র গুপ্ত📚 কাব্যগ্রন্থ: (সংকলিত কবিতাগুচ্ছ থেকে, নির্দিষ্ট গ্রন্থের নাম জানা না থাকায় সাধারণভাবে উল্লেখ করা হলো)🏛️ প্রকাশনী: (মূলত পত্রপত্রিকায় প্রকাশিত, পরবর্তীতে বিভিন্ন সংকলনে সংরক্ষিত)   নিয়ত মানসধামে একরূপ ভাব। জগতের সুখ-দুখে সুখ দুখ লাভ।। পরপীড়া পরিহার, পূর্ণ পরিতোষ। সদানন্দে পরিপূর্ণ স্বভাবের কোষ।। নাহি চায়Continue Reading

কে (কবিতা) – ঈশ্বরচন্দ্র গুপ্ত বল দেখি এ জগতে ধার্মিক কে হয়, সর্ব জীবে দয়া যার, ধার্মিক সে হয়। বল দেখি এ জগতে সুখী বলি কারে, সতত আরোগী যেই, সুখী বলি তারে। বল দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে, হিতাহিত বোধ যার, বিজ্ঞ বলি তারে। বল দেখি এ জগতে ধীরContinue Reading