সোনার তরী কবিতা

সোনার তরী-রবীন্দ্রনাথ ঠাকুর

সোনার তরী কবিতার ব্যাখ্যা   নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের “সোনার তরী” কবিতার উপর ভিত্তি করে একটি তথ্যবহুল, এইচএসসি পরীক্ষার উপযোগী প্রবন্ধ উপস্থাপন করা হলো। এতে পাঠপরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ, চুম্বক তথ্য, ব্যাখ্যা এবং ২০টি জ্ঞানমূলক, ২০টি অনুধাবনমূলক ও ৩টি সৃজনশীল প্রশ্ন সংযুক্ত করা হয়েছে। 📖 পাঠপরিচিতি: সোনার তরী কবিতার নাম: সোনারContinue Reading

সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা, ভরা নদী ক্ষুরধারা খরপরশা। কাটিতে কাটিতে ধান এল বরষা। একখানি ছোটো খেত, আমি একেলা, চারি দিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরুছায়ামসীমাখা গ্রামখানি মেঘে ঢাকাContinue Reading