Tag: মনোরম গান


  • অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।। আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাঁঝেবলবে না আর মনের কথা মধুর মধুর লাজেগাইবে না সে গান আমারই দূর আকাশের গায়েমিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।। কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরেচিনেছিলাম দুজনারে কত আপন করেমিলন মালা আজ…

  • আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়মোরে যদি মনে পড়ে, বাতায়ন বন্ধ করিয়া দিয়ো॥সুরের ডুরিতে জপমালা সমতব নাম গাঁথা ছিল প্রিয়তমদুয়ারে ভিখারি গাহিলে সে গান তুমি ফিরে না চাহিয়ো॥অভিশাপ দিয়ো, বকুল-কুঞ্জে যদি কুহু গেয়ে ওঠে,চরণে দলিয়ো সেই জুঁই গাছে আর যদি ফুল ফোটে।মোর স্মৃতি আছে যা কিছু যেথায়যেন তাহা চির-তরে মুছে যায়,(মোর) যে…