শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলেআমার অঙ্গ যায় জ্বলিয়া রেভ্রমর, কইয়ো গিয়াভ্রমর, কইয়ো গিয়াশ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলেআমার অঙ্গ যায় জ্বলিয়া রেভ্রমর, কইয়ো গিয়াকইয়ো, কইয়ো, কইয়ো রে, ভ্রমরকৃষ্ণরে বুঝাইয়ামুই রাধা মইরা যাইমুকৃষ্ণহারা হইয়া রে, ভ্রমরভ্রমর রেআগে যদি জানতাম রে, ভ্রমরযাইবা রে ছাড়িয়াআগে যদি জানতামমাথার কেশর দুই ভাগ করি রেরাখিতাম বান্ধিয়া রেভ্রমর, কইয়ো গিয়াভ্রমর রেঅঙ্গ যায় জ্বলিয়া রেভ্রমর, কইয়ো গিয়াঅঙ্গ যায়…
আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নেহারিয়া প্রিয়মোরে যদি মনে পড়ে, বাতায়ন বন্ধ করিয়া দিয়ো॥সুরের ডুরিতে জপমালা সমতব নাম গাঁথা ছিল প্রিয়তমদুয়ারে ভিখারি গাহিলে সে গান তুমি ফিরে না চাহিয়ো॥অভিশাপ দিয়ো, বকুল-কুঞ্জে যদি কুহু গেয়ে ওঠে,চরণে দলিয়ো সেই জুঁই গাছে আর যদি ফুল ফোটে।মোর স্মৃতি আছে যা কিছু যেথায়যেন তাহা চির-তরে মুছে যায়,(মোর) যে…