কবিতায় প্রকৃতি

আমার গানের স্বরলিপি লেখা রবে পান্থ পাখীর কূজন কাকলী ঘিরে আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো আমি যদি আর নাই আসি হেথা ফিরে অশথের ছায়ে মাঠের প্রান্তে দূরে রাখালী বাঁশীর বেজে বেজে ওঠা সুরে আমার এ গান খুজো তুমি তারই মীড়ে! ঝরাপাতাদের মর্মর ধ্বনি মাঝে কান পেতে শুনো অশ্রুর সুরেContinue Reading

আমাদের গান শুনেছে রাতের ফুল মোদের মিলন দেখেছে সন্ধ্যাতারা মোর দেয়া তব কণ্ঠের মালা হতে সৌরভ লুটে বাতাস আপন হারা।। আমায় তুমি যে জানালে মনের সাধ দূর হতে ঐ শুনে গেল আধো চাঁদ সবাই যেন গো জেনে গেছে মনে মনে কেহ নাই মোর কিছু নাই তুমি ছাড়া।। তোমার আঁখিতে স্বপ্নContinue Reading

আজো আকাশের পথ বাহি চাঁদ আসে মোর ব্যথা গোধূলীব ছায়াতীরে। ঝরা মাধবীর ম্লান মালাখানি শপথের স্মৃতি যে গেল ছিঁড়ে। সুর যেন ভুলে গেছে ভাঙ্গা বাঁশী প্রেম মোর কাঁদে আর আমি হাসি নাহি জানি কেন তবু মনে আসে মিলনের সেই রাতে ছিলে পাশে প্রদীপের স্বপ্ন হল ঐ ভুল— নিভে যেতে চায়Continue Reading

আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায় হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটেContinue Reading