My Blog (Page 22)

Stay up to date with our newest WordPress themes, WordPress plugins, WordPress tutorials,
and other company wide news and announcements.

নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুন্ঠীতা দ্বিধা থরথর মনেই তাইনা এসেছি।। জলভরা মেঘ ওই দুচোখে দেখতে আমি পেয়েছি। একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি।। বনলতা কও কথা, হয়ো না গো কুন্ঠীতা। বনলতা কও কথা, হয়ো না গো কুন্ঠীতা। একটিContinue Reading

এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম । তুমি চোখের আড়াল হও কাছে কিবা দূরে রও মনে রেখো আমিও ছিলাম ।। বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভী দিন গিয়ে রাতে লুকাবে মুছো না গো আমারই ছবি, তুমি ভুলো না আমারই নাম ।। ভালোবেসে আমি বার বার তোমারি ওContinue Reading

গান: আমি মেলা থেকে তাল পাতার এক   আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি বাঁশি কই আগের মতো বাজে না মন আমার তেমন যেন সাজে না তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি।। মনে পড়ে উদাস করা নকসী কাঁথার মাঠে ভুলেই যেতুম খেলায় কখন সূর্য্যি যেত পাতে।Continue Reading

আমি দূর হতে তোমারে দেখেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনিকিনি রিনিঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি।। ছিলো ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধবী মোর সংশয়ে রেখেছি।। (যেন) কস্তুরী মৃগ তুমি আপনContinue Reading

এ নদী এমন নদী এ নদী এমন নদী জল চাই একটু যদি দু হাত ভরে উষ্ণ বালু দেয় আমাকে এ প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভরলো হিয়া কেবলি কেবলি বিদ্রুপ আর বাঁকা কথাই বলতে থাকে এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয়না কালো কখনো নয়নতারায় ঝরেনা স্নিগ্ধ আলো শুধু যে জ্বলে আগুনContinue Reading

এ নদী এমন নদী এ নদী এমন নদী জল চাই একটু যদি দু হাত ভরে উষ্ণ বালু দেয় আমাকে এ প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভরলো হিয়া কেবলি কেবলি বিদ্রুপ আর বাঁকা কথাই বলতে থাকে এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয়না কালো কখনো নয়নতারায় ঝরেনা স্নিগ্ধ আলো শুধু যে জ্বলে আগুনContinue Reading

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়   এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু।। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু।। আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি কোন সুরে মোরে ভরালে গো বন্ধু।। বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরে তার বাঁশিতে আমাদেরওContinue Reading

বড় সাধ জাগে, একবার তোমায় দেখি   বড় সাধ জাগে, একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।। স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি চোখ তুলে যতটুকু আলো আসে, সে আলোয় মন ভরে যায়।। আমার এই অন্ধকারে কত রাত কেটে গেলো আমি আঁধারেই রয়ে গেলাম।। তবু ভোরের স্বপ্ন থেকে সেইContinue Reading

একটা গান লিখো আমার জন্য   একটা গান লিখো আমার জন্য না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।। সে গান যেন আমায় উজার করে নেয় সে সুর যেন আমায় একটা গান লিখো আমার জন্য না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।। সে গান যেন আমায় উজার করে নেয়Continue Reading

আকাশ কাঁদে বাতাস কাঁদে শিল্পীঃ সনু নিগম   আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আমার মন তোমায় ভালোবেসে কাঁদে আমার দুনয়ন। তোমার ঘরে প্রদীব জ্বলে আমি অন্ধকারে প্রেমের আলো ছড়িয়ে আছে আমার চারিদ্বারে। এমনি করে কাটিয়ে দেব আমার এই জীবন। তোমার বুকে সুখের নদী আমার বুকে ঢেউ কত ব্যাথা লুকিয়ে আছেContinue Reading