আমি কোনো আগন্তুক নই
আমি কোন আগন্তুক নই আহসান হাবীব আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশবাগান, বিস্তর জোনাকি সাক্ষী। সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা— আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই। খোদার কসম, আমি ভিনদেশি পথিক নই— আমি কোনো আগন্তুক নই।Continue Reading