গান (Page 9)

আনন্দ আজ ধরে না আর আজকে মা তোর বিয়ে চোখের জলে ভিজিয়ে তোকে দিলাম যে সাজিয়ে॥ আদর সোহাগ দিয়ে তোকে তুলেছি যে গড়ে আমায় ছেড়ে যাবি যে তুই অন্য আর এক ঘরে (তবু) বিদায় তোকে দিতে হবে দু’চোখ ভিজিয়ে॥ এক মুঠো চাল দিলি যে শোধ ঐ তো মায়ের ঋণ ভাঙাContinue Reading

আজো আকাশের পথ বাহি চাঁদ আসে মোর ব্যথা গোধূলীব ছায়াতীরে। ঝরা মাধবীর ম্লান মালাখানি শপথের স্মৃতি যে গেল ছিঁড়ে। সুর যেন ভুলে গেছে ভাঙ্গা বাঁশী প্রেম মোর কাঁদে আর আমি হাসি নাহি জানি কেন তবু মনে আসে মিলনের সেই রাতে ছিলে পাশে প্রদীপের স্বপ্ন হল ঐ ভুল— নিভে যেতে চায়Continue Reading

আজ ফিরে না গেলেই কি নয় সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না নির্জনে বসি আরো কিছুটা সময় কিছুটা সময় ঘাসের আঙিনায় আধো শোয়া তোমার আমার মুখ জোছনা ধোয়া এ যেন নতুন চোখে তোমাকে চাওয়া এ যেন নতুন করে তোমাকে পাওয়া এ যেন নতুন পরিচয় এমন রুপালী রাত নাই হোক ভোরContinue Reading

আজ ফিরে না গেলেই কি নয় সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না নির্জনে বসি আরো কিছুটা সময় কিছুটা সময় ঘাসের আঙিনায় আধো শোয়া তোমার আমার মুখ জোছনা ধোয়া এ যেন নতুন চোখে তোমাকে চাওয়া এ যেন নতুন করে তোমাকে পাওয়া এ যেন নতুন পরিচয় এমন রুপালী রাত নাই হোক ভোরContinue Reading

আজ তুমি দূর বহুদূর হারিয়ে ফেলেছি আমি সুর জ্বলে গেছে অন্তর মরে গেছে চাওয়া হবে না হবে না বুঝি আর কোনো গান… কবিতার মতো করে বলতে কথা সে কথাই বুকে বেজে দেয় যে ব্যথা হৃদয়ের নোঙর ছিঁড়েছে বাঁধন পাবে না পাবে না বুঝি জোয়ারের টান ভাগ্যে ছিল বুঝি এই পরিহাসContinue Reading

আজ ঝড় ভালোবাসা আনন্দে ভেসে যাওয়া ডুবি ডুবি ভেসে উঠি অঙ্গনে আমার.. নেচে নেচে চেয়ে থাকি দূর পানে আমার… আজ ঢেউ বয়ে যাওয়া ঢেউ গুনে গাওয়া ঢেউ তুলে নদীর তালে খুব ছুটে চলা খুব ভেসে যাওয়া আকাশ, নীল আকাশ নীল আকাশ মেঘ ভাসা অনেক আকাশ আকাশ বুকে নিয়ে ভাসা আকাশContinue Reading

আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় | আয় মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয় হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয় আজ যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয় || আজ ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয় | মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে শিকল খুলে মেঘের নীড়েContinue Reading

আজ গানের তালে হৃদয় দোলে মিঠে বাতাস যায়রে বয়ে হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসী মন দোলে ওলো সুজন আমার ঘরে তবু আইলো না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না।। ঐ কোকিলাটার কুহু কুহু কার লাগিগো বাজে এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে ঐ দুরে কোথাও রাখালContinue Reading

আজ কেন ও চোখে লাজ কেন মিলন সাঁঝ যেন বিফলে যায়। মন যেন ফুলের বন যেন আঁখির কোণ যেন তোমারে চায় গান আসে ব্যাকুল প্রাণ হাসে সুরের বান আসে দখিণ বায়। চাঁদ ওঠে ঘুমানো ফুল ফোটে অলির ঝাক ছোটে বনের ছায়। পিয়ায়ে মিলন তিয়াসে জীবনে কি আসে এমন ক্ষণ! হেঁয়ালীContinue Reading

আজ কেন ও চোখে লাজ কেন মিলন সাঁঝ যেন বিফলে যায়। মন যেন ফুলের বন যেন আঁখির কোণ যেন তোমারে চায় গান আসে ব্যাকুল প্রাণ হাসে সুরের বান আসে দখিণ বায়। চাঁদ ওঠে ঘুমানো ফুল ফোটে অলির ঝাক ছোটে বনের ছায়। পিয়ায়ে মিলন তিয়াসে জীবনে কি আসে এমন ক্ষণ! হেঁয়ালীContinue Reading