গান (Page 4)

এ শহর জানে আমার সব কিছু এ শহর জানে আমার সব কিছু এ শহর যাবে তোমার পিছু পিছু আমি ঘুরেছি কত মরেছি কত কতবার আমি ডেকেছি কত নিয়েছি পিছু শতবার ।। এ শহরে তুমি না এলে আমার আসা যাওয়া বৃথা এ শহরের অলিগলিতে লিখা আমাদের কথা আমি ডেকেছি কত মরেছিContinue Reading

এ যদি আকাশ হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো এ যদি আকাশ হয়, তোমায় কি বলে আমি ডাকবো বলো | ভুলে যাওয়া নাম ধরে ডাক দিলে কেন, ব্যথা হয়ে চিরদিন রয়ে গেলে কেন কূলে এসে বার বার কানায় ভেঙে যাওয়া এই কি সাগর এই যদি সাগর হয়, তোমায় কিContinue Reading

এ মন আমার যেন ভ্রমরের সুর হয়ে এ মন আমার যেন ভ্রমরের সুর হয়ে গান শুধু শোনায় তোমায়। তোমার হৃদয় ফোটা সে এক ফুলের কুঁড়ি সেই সুরে পাপড়ি ছড়ায়। আমার না বলা কথা বেজে ওঠে বাতাসের সুরে। আমার এ ব্যাকুলতা পাখীর পাখায় ভেসে যায় দূরে।। তারই পানে চেয়ে বুঝি তোমারContinue Reading

এ নদী এমন নদী এ নদী এমন নদী জল চাই একটু যদি দু হাত ভরে উষ্ণ বালু দেয় আমাকে এ প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভরলো হিয়া কেবলি কেবলি বিদ্রুপ আর বাঁকা কথাই বলতে থাকে এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয়না কালো কখনো নয়নতারায় ঝরেনা স্নিগ্ধ আলো শুধু যে জ্বলে আগুনContinue Reading

এ তো নয় শুধু গান এ যেন তোমার কিছু অনুরাগ এ তো নয় শুধু গান এ যেন তোমার কিছু অনুরাগ আর কিছু অভিমান। হয়তো তুমি আমার গানের এ ভাষারে যাবে ভুলে এ মালা ফেলিবে খুলে তবু জেনে রেখো মোর প্রেম কভু চায়নি তো প্রতিদান কি কথা যে আজ জানাই তোমায়Continue Reading

এ কোন ভারতবর্ষে আমরা আছি এ কোন ভারতবর্ষে আমরা আছি জীবন যেখানে মৃত্যুর কাছাকাছি অন্ধকার অন্ধকার আঁধারেই খেলি কানামাছি॥ দেশের পতাকা যারা আজ তুলে ধরে দেশদ্রোহীর গুলিতেই তারা মরে মীরজাফর জগৎ শেঠ তোমাদের নিয়ে বেঁচে আছি॥ নতুন সূর্য ওঠে না আগামী ভোরে মেয়েরা হয়তো রয়েছে দূরে সরে যায় না রাত,Continue Reading

এ কেমন রঙ্গ যাদু এ কেমন রঙ্গ এ কেমন রঙ্গ যাদু এ কেমন রঙ্গ ভালবাসা পোড়ায় যে মন পোড়ে না তো অঙ্গ | পিরীতির রীতি এমন, দূরে গেলে কাঁদে যে মন দু’চোখের কুল ছাপানো .                 ব্যথারই তরঙ্গ। চুপি চুপি আসা যাওয়া তারইContinue Reading

ইদানিং-২ (যোজন যোজন দূর) এই জীবন একটা নদী ছিল, নদীতে প্রাণ নৌকা ছিল, নৌকাতে মন মাঝি ছিল, মাঝির হাতে বাঁশি ছিল, সেই বাঁশিতে ধরল যখন সুর, তুমি তখন যোজন যোজন দূর।। চিতায় যেমন মানুষ পোড়ে, তেমনি করে পোড়ে আমার মন, সে ধোঁয়াতে জন্মেরে মেঘ, চোখেতে তাই বৃষ্টি সারাক্ষণ।। এই চোখেContinue Reading

ইতিহাস ওভাবে হয় না ইতিহাস ওভাবে হয় না ইতিহাস এমনি এমনি হয় আমার শিরদাঁড়াতে খেজুর গাছের মিল খুঁজে পেতেই আমার দিকে সে বার বার তাকিয়েছিল | খেজুর গাছের সঙ্গে সুপুরি গাছের মিল কিন্তু আমার চোখে পড়ে গেছেবহুকাল আগে— দু-তিনশো বছর আগে আমি… তোমাকে বলেছিলাম সে কথা— তোমার মনে নেই ভুলেContinue Reading

আয়রে ও আয়রে আয়রে ও আয়রে, ও ভাই রে, ও ভাই রে, ভাই বন্ধু, চল্‌ যাই রে, ও রাম-রহিমের বাছা‌, ও বাঁচা আপন বাঁচা চল্‌ ধান কাটি আর কাকে ডরি, নিজ খামার নিজে ভরি, কাস্তেটা শানাই রে।। এই মাটিতে কলিজার আশা, স্বপ্নের বীজ বুনি, আর চোখেরই জল সেচ দিয়ে ফসলেরContinue Reading