গান (Page 10)

আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালা আর প্রাণে সহে না ও মন রে… কিসের তরে রয়ে গেলি তুই বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাবো ভুলে আমি ঠিকই তো যেতাম পোড়া মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে তাই তোকে আর ভোলা হলো না রে এইContinue Reading

আগুন ঝরছে কবিতার সংসারে কোকিলের লাশ ছড়ানো পথের ধারে “কোরাপুট” জ্বলে, “কালাহাণ্ডীর” মাঠ শিল্পী লেখক নায়ক বন্ধু .                   বাড়াও দরদী হাত॥ চোখের সামনে যাবতীয় শোকতাপ আকাশ এখানে ছড়ায় যে উত্তাপ কঙ্কাল সে তো মানুষের এক নাম অনাহারে ভেঙে গেছে জীবনের হাটContinue Reading

আকাশের সিঁড়ি বেয়ে যখন সন্ধ্যা-মেয়ে এক-পা এক-পা করে নামতে থাকে তখন আমার মন মনে হয় ফুলবন একটি একটি ফুল ফুট্ তে থাকে॥ বিন্দু বিন্দু ঐ তারার আলো ছন্দে গন্ধে মন আজ ভরালো অল্প অল্প করে তোমার ছবি একটু একটু করে হৃদয় আঁকে॥ লজ্জা লজ্জা রাঙা সন্ধ্যা এলে লক্ষ লক্ষ তারাContinue Reading

আকাশের সবটূকু নীল নিয়ে চলে গেছ তুমি কতদূরে স্বপ্ন দেখা ভূলে গেছে মন বাজলোনাতো মগ্ন কোন সুরে। বেদনার নীলটূকু লুকিয়ে যত তোমাকে পেয়েছি কাছে তত জোছনা ছুঁইয়েছ পৃথিবী আমার বিষাদ বিধুর। এইমনে শুধু মেঘ জমেছে যত বরষা চোখে ধরেছে তত রাত্রি আমার সাথী যেন বেদনা বিধুর। —————- শিল্পীঃ সনু নিগমContinue Reading

আকাশের সব তারা ঝরে যাবে   আকাশের সব তারা ঝরে যাবে আমার চোখের তারা ঝরবে না তোমাকে দেখার সাধ মরবে না গো তোমাকে দেখার সাধ মরবে না একটি জনম নয়, হাজারও জনম তোমাকে দেখি যদি সেও বড় কম ও সেও বড় কম একে একে সব পাওয়া হয়তোবা ফুরাবে আমার এContinue Reading

আকাশের সব তারা ঝরে যাবে আমার চোখের তারা ঝরবে না তোমাকে দেখার সাধ মরবে না গো তোমাকে দেখার সাধ মরবে না একটি জনম নয়, হাজারও জনম তোমাকে দেখি যদি সেও বড় কম ও সেও বড় কম একে একে সব পাওয়া হয়তোবা ফুরাবে আমার এ মন তবু ভরবে না মরণ যতইContinue Reading

আকাশে গুরু-গুরু মেঘের কথা শুরু এ মনে দুরু দুরু ভয় বাতাস এলোমেলো পাতারা ঝরে গেল পাখিরা চোখ গেল কয়॥ নিঝুম চরাচরে অঝোরে বারি ঝরে এক্ লা আমি ঘরে তাই হৃদয় হাত পাতে তোমাকে এই রাতে মনের আঙিনাতে চাই তুমি তো দূরে দূরে তবুও মন জুড়ে রয়েছো, শুধু মনে হয়॥ কোথায়Continue Reading

আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে সেদিনও এই ক্ষনে সজলও ছিলো হাওয়া কেয়ার বনে তারো ছিলো যে আশা যাওয়া যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি নিজেরো সাথে আমি নিজেই কথা বলি স্মৃতির মনিমালা সবার চেয়ে দামি আজও তা পড়েContinue Reading

আকাশ মাটি ঐ ঘুমাল হৃদয় আমার কেই বা জানে ওগো বল আমি ছাড়া। ওগো আমার স্বপন দোসর বল কি চাও ছায়ার মত ছুঁয়ে আমায় ব্যথা কেন পাও ভরা পালে তরী কিগো বল। হবে স্রোতে হারা।। জ্বল জ্বল তারার প্রদীপ ঐতো নিভে আসে আর জলে ভরা নয়ন আমার হাসে এত পেয়েওContinue Reading

আকাশ ভরা সূর্য তারা আকাশমুখী সারি সারি কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া ঠাসাঠাসি বাক্স বাড়ি এখান থেকেই চলার শুরু এখান থেকেই হামাগুড়ি এখানটাতেই আমার বাসা আমার বাড়ি …. বারোতলার ওপর থেকে বারো বছর কেটে গেছে ইস্কুলটা যাওয়া ছাড়া নামা হয়না মাটির কাছে শোবার ঘরের দেওয়ালটাময় হাঁস মুর্গী অনেক নাচে তবু ওরContinue Reading