তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা…শামসুর রাহমান তোমাকে পাওয়ার জন্যে, হেGধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়? আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ? তুমি আসবে বলে, হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে, হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কContinue Reading