রবীন্দ্র সংগীত

ভেঙ্গে মোর ঘরের চাবি রবীন্দ্রস্গীত   ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে বুঝি গো রাত পোহালো বুঝি ঐ রবির আলো আভাসে দেখা দিল গগন পাড়েContinue Reading

আমি চিনি গো চিনি তোমারে     আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তোমায়  দেখেছি শারদপ্রাতে, তোমায়    দেখেছি মাধবী রাতে, তোমায়  দেখেছি শারদপ্রাতে, তোমায়    দেখেছিContinue Reading

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে রবীন্দ্রনাথ ঠাকুর যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে– তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়েContinue Reading

মায়াবন বিহারিনী হরিণী রবীন্দ্রনাথ ঠাকুর   মায়াবনবিহারিণী হরিণী গহনস্বপনসঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ। থাক্‌ থাক্‌, নিজ-মনে দূরেতে, আমি শুধু বাঁশরির সুরেতে পরশ করিব ওর প্রাণমন অকারণ॥ চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবাণী শ্রবণে, চিত্ত আকুল হবে অনুখন অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহডোরে বাঁধিব– বাঁধনবিহীন সেই যেContinue Reading

যদি তোর ডাক শুনে কেউ না আসে রবীন্দ্রনাথ ঠাকুর     যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে ॥ যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়– তবেContinue Reading

http://Amaro Porano Jaha Chay Lyrics in Bengali http://আমারো পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমারো পরানো যাহা চায় … তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমারো পরানো যাহা চায় … তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয়ও মাঝেContinue Reading

পাগলা হাওয়ার বাদল-দিনে (রবীন্দ্রনাথ ঠাকুর)   পাগলা হাওয়ার বাদল-দিনে পাগল আমার মন জেগে ওঠে॥ চেনাশোনার কোন্‌ বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যায় ছুটে॥ ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না, যাবে না– দেয়াল যত সব গেল টুটে॥ বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্‌ বলরামের আমিContinue Reading

অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ।। ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায় তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে । চেয়ো না, চেয়ো না মোরেContinue Reading