আমি দুরন্ত বৈশাখী ঝড়
আমি দুরন্ত বৈশাখী ঝড় আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বহ্নিশিখা। মরণের ভালে এঁকে যাই মোরা জীবনের জয়টিকা। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বহ্নিশিখা। মোদের প্রেমের দীপ্ত দীপক রাগে, দিকে দিকে ঐ সুপ্ত জনতা জাগে। মুক্তি আলোকে ঝলমল করে আঁধারের যবনিকা আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বহ্নিশিখা। দু’শোContinue Reading