আকাশ আর এই মাটি ঐ দূরে যেথা মেশে
আকাশ আর এই মাটি ঐ দূরে যেথা মেশে— চল সেথা যাই ওগো কোন বাধা নাই সেথা কেটে যাবে দিন শুধু হেসে।। যেথা পাখী ভ্রমরের গীতালি শুধু প্রাণে প্রাণে রবে মিতালি যেথা নীল নীল তারা ঝিলমিল মন যায় গো সেথা ভেসে। কুহু আর কূজনে যেথা শুধু দুজনে আলাপন হবে। আঁখির পলকেContinue Reading