শিয়াল ও ছাগল : ঈশপের গল্প 

শিয়াল ও ছাগল : ঈশপের গল্প

(ঈশপের গল্প থেকে)

একদিন এক পিপাসার্ত শিয়াল পানির খোঁজে ঘুরছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি কুয়োয় পড়ে গেল। কুয়োয় কিছুটা পানি থাকলেও সেখান থেকে শিয়ালের আর বেরোনোর উপায় ছিল না। সে অনেক চেষ্টা করল, কিন্তু কোনোভাবে কুয়োর দেয়াল টপকাতে পারল না।

এমন সময় সেখানে এক ছাগল এল। ছাগলটি কুয়োর ভেতরে তাকিয়ে শিয়ালকে দেখল। ছাগল জিজ্ঞেস করল—
“বন্ধু, তুমি এখানে কী করছো? কুয়োর পানিটা কেমন?”

চতুর শিয়াল নিজের বিপদ গোপন করে বলল—
“আহা! এই কুয়োর পানি একেবারে ঠান্ডা আর সুস্বাদু। আমি তাই মজা করে পান করছি। তুমিও নেমে আসো, খুব তৃষ্ণা মেটাবে।”

সরলমনা ছাগল শিয়ালের কথায় বিশ্বাস করে লাফিয়ে কুয়োয় নেমে গেল। সঙ্গে সঙ্গেই শিয়াল বলল—
“এবার তুমি সামনের দুই পা উঁচু করে রাখো, আর আমি তোমার পিঠ বেয়ে উঠে যাব। তারপর তোমাকেও তুলে নেব।”

ছাগল সরল বিশ্বাসে তেমনটাই করল। শিয়াল ছাগলের পিঠ বেয়ে কুয়োর বাইরে উঠে এল। কিন্তু বেরিয়েই সে হেসে বলল—
“বোকা ছাগল! নেমে আসার আগে কেন ভেবেছিলে না, কীভাবে উপরে উঠবে? এখন তো তুমি কুয়োতেই আটকে রইলে!”

এ কথা বলে শিয়াল সেখান থেকে পালিয়ে গেল।


শিক্ষণীয় কথা

কোনো কাজ করার আগে ভালোভাবে ভেবে নেওয়া উচিত। শুধু শোনা কথায় বিশ্বাস করলে বিপদে পড়তে হয়।


শিয়াল ও ছাগল : ঈশপের গল্প 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *