ইছামতি ডিগ্রি কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত
শাহান আহমেদ চৌধুরী, জকিগঞ্জ, সিলেট – ৫ই আগস্ট ২০২৫, ৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) :
ইছামতি ডিগ্রি কলেজে আজ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে দিনটি উপলক্ষে কলেজের আইসিটি ভবনের ৪র্থ তলার সেমিনার কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ জালাল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন—জনাব মোঃ লুৎফুর রহমান খান (সহকারী অধ্যাপক), জনাব কাজল দেব নাথ (প্রভাষক, রসায়ন), জনাব নিরঞ্জন পাল (প্রভাষক, জীববিজ্ঞান), জনাব মিহির চন্দ্র পাল (প্রভাষক, পদার্থবিজ্ঞান), জনাব রাবেয়া বশরী (প্রভাষক, অ্যাকাউন্টিং), জনাব মাহমুদা সালেহাত (প্রভাষক, ইংরেজি), জনাব শাহনেওয়াজ চৌধুরী (প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান), জনাব লতিফুর রহমান (প্রভাষক, ইসলাম শিক্ষা), জনাব রুবেল হোসেন (প্রভাষক, উচ্চতর গণিত), জনাব আব্দুল মুকিত (সহকারী শিক্ষক), এবং কলেজের লাইব্রেরিয়ান জনাব উজ্জ্বল কুমার রায়, জনাব স্বপন কুমার বিশ্বাস, জনাব সুহেল আহমদ, ।
আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, তাৎপর্য এবং প্রভাব নিয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়; এটি আমাদের জাতীয় চেতনা, অধিকার আদায়ের সংগ্রাম ও মুক্তির বার্তা বহন করে। বর্তমান প্রজন্মের উচিত এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসা।”
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষকবৃন্দের সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সার্থক হয়ে ওঠে।
