Lyrics
দয়াল তোমারও লাগিয়া
তুমি কোনবা দেশে… রইলা রে দয়াল চাঁদ
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তুমি কোনবা দেশে… রইলা রে দয়াল চাঁদ
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিবো
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিবো
আমি শইপা দিবো আমার মন প্রাণ
আমি শইপা দিবো আমার মন প্রাণ
তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চাঁদ
দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে
দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে
আমি পাইতাছি পিরিতির ফল
আমি পাইতাছি পিরিতির ফল
তুমি কোনবা দেশে…. রইলা রে দয়াল চাঁদ ।।
যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে
যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে
তুমি সেই মতন উড়াইলা আমার প্রাণ
তুমি সেই মতন উড়াইলা আমার প্রাণ
তুমি কোনবা দেশে… রইলা রে দয়াল চাঁদ
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চাঁদ ।।