সারাংশ: ৫. মানুষের একটা বড়ো, সারিতেই তাদের স্থান। য. বো. ২৩/….
মানুষের একটা বড়ো পরিচয় সে ভাবতে পারে। করতে পারে যেকোনো বিষয়ে চিন্তা। যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে। পশুপাখিকে পশুপাখি হতে ভাবতে হয় না- পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে। সে বালাই ওদের নেই। যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ- বাঁচা ও প্রজননের মধ্যে তা সীমিত। সভ্য-অসভ্যের পার্থক্যও এ ধরনের। যারা যত বেশি চিন্তাশীল, সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর। আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে, সভ্যতারও পিছনের সারিতেই তাদের স্থান।
সারাংশ: মানুষ জন্মগতভাবেই চিন্তাশীল প্রাণী। এক্ষেত্রে অন্য পশুপাখিরা অসহায়। তারা সীমিত পরিধির মধ্যে থেকে জীবিকা ও প্রজনন পদ্ধতি সচল রেখেছে। ভালোমন্দ চিন্তা করার সক্ষমতা সভ্যতার মাপকাঠি নির্ণয় করে।
https://www.munshiacademy.com/সারাংশ-মানুষের-একটা-বড়ো/