সারাংশ : সত্যিকার মানবকল্যাণ মহৎ…গভীর মূল্যবোধেরই উৎসারণ।

Spread the love

সারাংশ :

৪. সত্যিকার মানবকল্যাণ মহৎ. গভীর মূল্যবোধেরই উৎসারণ। রা. বো. ২৩/…

 

সত্যিকার মানবকল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল। বাংলাদেশের মহপ্রতিভাৱা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয়, সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। বিদ্যাপতি-চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ-নজরুল সবাই তো কেন?’ এক গভীর মূল্যবোধেরই উৎসারণ। রা. বো. ২৩

সারাংশ: মহৎ চিন্তার মাধ্যমে প্রকৃত মানবকল্যাণ করা সম্ভব। বাঙালি জাতির পূর্বপুরুষেরা মানবিক চিন্তার মাধ্যমে মানবকল্যাণের কথা ভেবেছেন সকল প্রতিভাবান ব্যক্তিই মানবিক চেতনার ধারক।

https://www.munshiacademy.com/সারাংশ-সত্যিকার-মানবকল্/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *