সারাংশ,
৩. বার্ধক্য তাহাই- যাহা ইহাদের ধর্ম বার্ধক্য।
বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকডিয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন, নব করিতে জানে না; পারে না, যাহারা জীব হইয়াও জড়, যাহারা অটল সংস্কারের পাষাণ-স্তূপ আঁকড়িয়ে পড়িয়া আছে। মানবের অভিনব জয়যাত্রায় শুধু বোঝা নয়, বিঘ্ন শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রাভজোর ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোকপিয়াসী প্রাণচঞ্চল শিশদের কল-কোলাহলে যাহারা বিরক্ত- বৃদ্ধ তাহারাই। ইহাদের ধর্ম বার্ধক্য।
সারাংশ: বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বেঁধে বিচার করা ঠিক নয়। মন যাদের জড় পদার্থের মতো কুসংস্কারাচ্ছন্ন, নতুন উদ্যম ও চেতনাকে যারা ভয় পায়- তারাই প্রকৃতপক্ষে বৃদ্ধ। অপরপক্ষে যারা উদ্যমী, নতুনকে বরণ করতে দ্বিধাগ্রস্ত হয় না- তারা বয়সে বৃদ্ধ হয়েও তরুণ।
https://www.munshiacademy.com/বার্ধক্য-তাহাই-যাহা-ইহাদ/