সারাংশ,
২. মানুষ-ধর্মই সবচেয়ে.. …করতে পারে না। চি. বো. ২৪/…..
মানুষ-ধর্মই সবচেয়ে বড়ো ধর্ম। হিন্দু-মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল সেখানে ধর্মের বৈষম্য, কোনো হিংসার দুশমনির ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। চ. বো. ২৪।
সারাংশ: পৃথিবীতে নানা মত ও ধর্ম থাকলেও সবার ঊর্ধ্বে রয়েছে মানবধর্ম। মানুষে মানুষে প্রাণের মিল থাকলে সেখানে কোনো হিংসা, বৈষম্য, দুশমনি স্থান পায় না। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও যে মনের ভেতরে মানবধর্মকে লালন করে সে অন্য ধর্মকেও ভালোবাসে।
https://www.munshiacademy.com/মানুষ-ধর্মই-সবচেয়ে-করতে/