১. সময় ও স্রোত কাহারও…. ..ফিরিয়া আসিবে না। (য. বো. ২৪)
সময় ও স্রোত কাহারও জন্য অপেক্ষায় বসিয়া থাকে না। চিরকাল চলিতে থাকে। সময়ের নিকট অনুনয় করো, ইহাকে ভয় দেখাও, ভ্রুক্ষেপ করিবে না। সময় চলিয়ো যাইবে আর ফিরিবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হইয়া যায়, কিন্তু সময় একবার গত হইয়া গেলে আর ফিরিয়া আসে না। গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল। যতই কাঁদো না কেন, গত সময় কখনো ফিরিয়া আসিবে না। ব. বো. ২৪।
সারাংশ: সময় ও স্রোত সবসময় চলমান। হারানো স্বাস্থ্য ও সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকলেও সময় ও স্রোত কখনো ফিরে আসে না। শত অনুরোধেও কাজ হয় না। এর জন্য অনুশোচনা করা বাতুলতামাত্র।
https://www.munshiacademy.com/সময়-ও-স্রোত-কাহারও-ফিরিয/