শিল্পীঃ সাহস মোস্তাফিজ
গীতিকার ও সুরকারঃ এ কে এম মোস্তাফিজুর রহমান
অ্যালবাম- বুড়্যা কানে শোনে কম
রিলিজঃ নভেম্বর ২০০১
——
বুড়্যা ঝগড়া করার জম
এমন বুড়া দশ গেরামোত নাই
বুড়্যার ভয়োতে হামরা সবাই
তফাতে পালাই… (তফাতে=দুরে)
বুড়্যার বয়স হইছে আশি
যখন হাসে ফোকলা হাসি
সবার পিত্তি জ্বলি যায় (মেজাজ গরম হয়ে যায়)
বুড়্যার জ্বালায় জ্বলি পুড়ি
হইনো আংড়া ছাই…
বুড়্যার গালার বড় ঝাঁঝ
বুড়্যা করে না কাম কাজ
মাইষের দোষ ধরি বেড়ায়
(মাইষের= মানুষের)
সংসারের বারোটা বাজায়
দয়া মায়া নাই
মাইষের জীবনের বারোটা বাজায়
দয়া মায়া নাই…
বুড়্যার কমর হইছে ব্যাকা
বুড়্যা কমরোত থোয় ট্যাকা
ট্যাকা খরচ করে না
বুড়্যায় মতন কিপট্যা মানুষ
এই দুনিয়াত নাই
ভাইরে বুড়্যার মতন হাড় কিপট্যা
এই দুনিয়াত নাই…