বাওকুমটা বাতাস য্যামন ঘুরিয়া ঘুরিয়া মরে
শিরোনামঃবাওকুম বাতাস
শিল্পীঃ সাহস মোস্তাফিজ
গীতিকার ও সুরকারঃ সংগ্রহ (আব্বাসউদ্দীন আহমদ)
অ্যালবাম- বুড়্যা কানে শোনে কম
রিলিজঃ নভেম্বর ২০০১
–
ওকি ও রে ওই মতন মোর গাড়ির চাকা
পন্থে পন্থে ঘোরে রে
‘
ও কি গাড়িয়াল মুই চলোং রাজো পন্থে
বিয়ানে উঠিয়া গরু গাড়িত দিয়্যা জুড়ি
ও কি ওরে সোনা মালা সোনার বাদে চান্দের দ্যাশেঘুরি রে
.
গাড়ির চাকা ঘোরে আরও মধ্যে করে রাও
ও কি ওরে ওই মতন কান্দিয়া ওঠে আমার সর্ব গাও রে..
দ্যাশ বিদ্যাশে ব্যাড়াং রে মুই সোনা সোনার বাদে
ও কি ওরে সে ও সোনা অবশেষে ঘরোত বসি কান্দে রে…