আমার একলা আকাশ

Spread the love

একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

 

একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে

শুধু তোমায় ভালবেসে

আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে

শুধু তোমায় ভালবেসে

তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে

ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালবেসে

 

আমার ক্লান্ত মন,ঘর খুঁজেছে যখন

আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন

ঘর ভরা দুপুর

আমার একলা থাকার সুর

রোদ গাইতো,আমি ভাবতাম তুমি কোথায় কতদূর

আমার বেসুর গীটার সুর বেঁধেছে তোমার কাছে এসে

শুধু তোমায় ভালবেসে

আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে

শুধু তোমায় ভালবেসে

 

অলস মেঘলা মন, আমার আবছা ঘরের কোণ

চেয়ে রইত,ছুঁতে চাইতো, তুমি আসবে আর কখন

শ্রান্ত ঘুঘুর ডাক,ধুলো মাখা বইয়ের তাক

যেন বলছে,বলে চলছে, থাক অপেক্ষাতেই থাক

https://www.munshiacademy.com/আমার-একলা-আকাশ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *