রাইবোজোম কাকে বলে?
কোষের সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং এন্ডোপ্লাজমিক জালিকার অতিক্ষুদ্র গোলাকার, রাইবো প্রোটিন নির্মিত, পর্দাবিহীন, প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণকারী যে অঙ্গাণু পাওয়া যায়, তাদের রাইবোজোম বলে।
এটি কী কাজ করে?
আসলে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে DNA থেকে তৈরী হওয়া hnRNAটি পরিণতি প্রাপ্তির পরে mRNA রূপে কোষের নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে আসে। তারপর রাইবোজোম এই mRNAএর যথার্থ স্থানে (যেমন – Shine Dalgarno Sequence) ব’সে (আদতে রাইবোজোমের ছোট ও বড় দুটি অংশ বা সাব-ইউনিট থাকে; প্রোক্যারিওট-দের ক্ষেত্রে 50s ও 30s এবং ইউক্যারিওট-দের ক্ষেত্রে 60s ও 40s। তাদের মিলন হয়।) ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন তৈরীতে সাহায্য করে।