একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
—————-
গীতিকার: নকুল কুমার বিশ্বাস
শিল্পী: কুমার বিশ্বজিৎ
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে
বন্ধু-বান্ধব আসবে যারা
নানা প্রশ্ন করবে তারা
বন্ধু-বান্ধব আসবে যারা
কত প্রশ্ন করবে তারা
আমি থাকব শুয়ে বালিশ ছাড়া
পারব না ঠোঁট নাড়িতে
আপন যারা তারা এসে
সাজাবেরে নতুন বেশে
আমি টিকিট ছাড়া উঠবো শেষে
ইঞ্জিন ছাড়া গাড়িতে
https://www.munshiacademy.com/একদিন-কান্নার-রোল-উঠবে-আম/