অশান্তি আজ হানল এ কী দহনজ্বালা।
বিঁধল হৃদয় নিদয় বাণে বেদনঢালা॥
বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চক্ষে কাঁপায় মরীচিকা–
মরণসুতোয় গাঁথল কে মোর বরণমালা॥
চেনা ভুবন হারিয়ে গেল স্বপনছায়াতে
ফাগুনদিনের পলাশরঙের রঙিন মায়াতে।
যাত্রা আমার নিরুদ্দেশা, পথ হারানোর লাগল নেশা–
অচিন দেশে এবার আমার যাবার পালা॥
রাগ: হাম্বীর
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): মাঘ, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

Leave a Reply