এই পাড় ভাঙ্গা ঐ পাড়ে নদী গড়ে হায় একি খেলা
এই পাড় ভাঙ্গা
ঐ পাড়ে নদী গড়ে হায় একি খেলা
হৃদয় বাঁশীর ছায়ানটে
যেন সকরুণ অবহেলা।।
কেউ কাঁদে কেউ হাসে
আলো যায় ছায়া আসে
কেঁদে ফিরে গেছে পুরবীর ধূপছায়ে
সুরভি,ব্যাকুল বেলা।।
উদয়াস্ত চলে এই দেয়া নেয়া
পারাবারে ঐ পারাপার শেষ করে
তীরে ফিরে আসে খেয়া।
ব্যথা হাসে হাসি কাঁদে
স্মৃতি তবু বাঁশী সাধে
তবে কেন নীল দিবসের মমতারে
গোধূলিতে মুছে ফেলা।।
———–
শিল্পী : সন্তোষ সেনগুপ্ত
সুর : অনুপম ঘটক
https://www.munshiacademy.com/এই-পাড়-ভাঙ্গা-ঐ-পাড়ে-নদী/