এ কেমন রঙ্গ যাদু এ কেমন রঙ্গ

Spread the love

এ কেমন রঙ্গ যাদু এ কেমন রঙ্গ

এ কেমন রঙ্গ যাদু
এ কেমন রঙ্গ
ভালবাসা পোড়ায় যে মন
পোড়ে না তো অঙ্গ |

পিরীতির রীতি এমন,
দূরে গেলে কাঁদে যে মন
দু’চোখের কুল ছাপানো
.                 ব্যথারই তরঙ্গ।

চুপি চুপি আসা যাওয়া
তারই নাম ফাগুন হাওয়া,
ফাগুনের আগুনে হায়
.                  পোড়ে যে পতঙ্গ |

সোহাগের রীতি এমন,
কাছে এলে কি জ্বালাতন
দিবানিশি মন ভোলানো
.                  কথারই প্রসংগ ||

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী – ভূপেন হাজারিকা

https://www.munshiacademy.com/এ-কেমন-রঙ্গ-যাদু-এ-কেমন-রঙ্/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *