রদ্রু নয় বৃষ্টি হয়ে এসো
-সাইফুল ইসলাম মৌন
রদ্রু নয়—
দহন নয়, ক্ষত নয়
আমার কাছে এসো বৃষ্টি হয়ে
শীতল শ্বাসে ভিজিয়ে দাও রক্তগরম জমি।
রদ্রু নয়—
অগ্নিদাহ নয় চোখে
এসো নীরব বৃষ্টির ভাষা হয়ে
যাতে ঘুমিয়ে যায় ক্ষুধার ক্ষোভ।
রদ্রু নয়—
দূষণ নয় হাওয়ায়
এসো বৃষ্টি হয়ে ধুয়ে দাও
আমার ভিতরের কালো ধোঁয়া।
রদ্রু নয়—
হিংসা নয় চিৎকার নয়
এসো মৃদু, টুপটাপ হয়ে
ভেঙে দাও পাথরের অহংকার।
রদ্রু নয়—
এসো বৃষ্টি হয়ে
যাতে আমি নতুন বৃক্ষ হয়ে উঠি
ফল দেই শান্তির, ছায়া দেই ক্লান্তিকে।