বিজ্ঞানের ছোট প্রশ্ন ও উত্তর,
ইলেকট্রন আবিষ্কার করেন – থমসন।
প্রোটন আবিষ্কার করেন – রাদারফোর্ড।
নিউটন আবিষ্কার করেন – স্যাডউইক।
এটম বোমা তৈরি হয় – ফিশন প্রক্রিয়ায়।
পারমাণবিক বোমার আবিষ্কার করেন – ওপেন হাইমার।
ব্ল্যাক বক্স যন্ত্র ব্যবহৃত হয় – বিমানে।
নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা – ৭
সিলিকনের পারমাণবিক সংখ্যা – ১৪
ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা – ৯২
আর্সেনিকের পারমাণবিক সংখ্যা – ৩৩
কমলা লেবুতে থাকে – এসকরবিক এসিড।
পলিথিন পোড়ালে উৎপন্ন হয় – কার্বন মনোক্সাইড।
ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল – প্রাকৃতিক গ্যাস।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান – মিথেন।
বায়োগ্যাসের প্রধান উপাদান – মিথেন।
সেভিং সাবানের উপাদান – কস্টিক পটাশ।
কাঁদুনে গ্যাসের অপর নাম – ক্লোরোপিকরিন।
নাইট্রোজেন গ্যাস থেকে প্রস্তুত হয় – ইউরিয়া।