মাঝি নাও ছাইরা দে-লিরিক্স

Spread the love

মাঝি নাও ছাইরা দে-লিরিক্স

 

মাঝি নাও ছাইরা দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গা-রে মাঝি গা কোন গান।।
একদিন তোর নাও মাঝি
ভাসবে না রে নীল নদীতে রে
সেদিন তোর গান মাঝি
শুনবে না কেউ গাইবে না বলে-
ও মাঝি রে, ও কলের নৌকা কাইরা নিবে সুর।।
যন্ত্রের নাও ধোঁয়া ছাইরা
আঁধার করল নীল আকাশটারে, ও মাঝি রে-
সেদিন তোর নাও মাঝি
শূণ্য হয়ে থাকবে রে পরে-
ও মাঝি রে-
ও চল রে মাঝি যাইরে বহু দূর।।

————–
কথাঃ প্রয়াত এস এম হেদায়েত
সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

মাঝি নাও ছাইরা দে-লিরিক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *