জাগো জাগো জাগো সর্বহারা

Spread the love

জাগো জাগো জাগো সর্বহারা

জাগো জাগো জাগো সর্বহারা
অনশন বন্দী ক্রিতদাস
শ্রমিক দিয়াছে আজি সাড়া
উঠিয়াছে মুক্তির আশ্বাস।।

সনাতন জীর্ণ কু-আচার
চূর্ণ করি জাগো জনগণ
ঘুচাও এ দৈন্য হাহাকার
জীবন-মরণ করি পণ।।

শেষ যুদ্ধ শুরু আজ কমরেড
এসো মোরা মিলি একসাথ
গাও ইন্টারন্যাশনাল
মিলাবে মানবজাত।।

(সূত্র: রাশিয়া’র জাতীয় সঙ্গীত)

https://www.munshiacademy.com/জাগো-জাগো-জাগো-সর্বহারা/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *