আমার কবিতা ছবি আঁকে

Spread the love

আমার কবিতা ছবি আঁকে
সঞ্চিত ব্যথা
বঞ্চিত প্রাণ
লাঞ্ছিতদের কাছে ডাকে॥

আমার কবিতা নয় ফাগুনের গান
আমার কবিতা কেঁদে কেঁদে সারা
.                অশ্রুর কলতান
আমার কবিতা যত বেদনার
.                কাহিনী সে লিখে রাখে॥

আমার কবিতা চির-বিদ্রোহী
.                কাল-বৈশাখী ঝড়
আমার কবিতা ভাঙনের মাঝে
.                নতুন কণ্ঠস্বর।

আমার কবিতা অপমানিতের গান
আমার কবিতা অবহেলা-ভরা
. হৃদয়ের কলতান
আমার কবিতা জলে ঢাকা চোখ
.                গোপনে সে ছুঁয়ে থাকে॥

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – ভি. বালসারা
শিল্পী – ঊষা উত্থুপ

https://www.munshiacademy.com/আমার-কবিতা-ছবি-আঁকে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *