আজ আবার সেই পথেই দেখা হয়ে গেল
কত সুর কত গান মনে পড়ে গেল–
ক’দিন আগে এমন হলে
ক’টা দিন আরো বেশি পেতাম,
আরো আকাশ আরো বাতাস
লিখে দিতো তোমারই নাম–
শুধু আমি নয় ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেতো ।।
জানি তোমায় আপন ভাবার
কোনো অধিকার নেই যে গো আর,
এও জানি দেখা হওয়াই
কত বড়ো ভাগ্য আমার–
শুধু বলো আজ আমায় ভুলে সুখী তুমি হয়েছো কতো ।।
***
গান – আজ আবার সেই পথেই দেখা হয়ে গেল
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: মান্না দে
https://www.munshiacademy.com/আজ-আবার-সেই-পথেই-দেখা-হয়ে/