কান্ডারী হুঁশিয়ার

Spread the love

কান্ডারী হুঁশিয়ার 

কাজী নজরুল ইসলাম

 

দুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার হেলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ারদুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার হেলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মতদুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত
কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যতএ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার
দুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার হেলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ারদুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার হেলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণকান্ডারী, আজি দেখিব তোমার মাতৃ–মুক্তি–পণঅসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণকান্ডারী, আজি দেখিব তোমার মাতৃ–মুক্তি–পণ
“হিন্দু না ওরা মুসলিম”– ওই জিজ্ঞাসে কোন্ জনকান্ডারী, বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা’র
দুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার হেলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ারদুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার হেলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গানআসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদানফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গানআসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান
আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণদুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার
দুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার হেলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ারদুর্গম গিরি, কান্তার–মরু, দুস্তর পারাবার হেলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *