✅ ১০০টি গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা ও অর্থ
(প্রতিযোগিতামূলক পরীক্ষা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিসিএসের জন্য উপযোগী)
ক্র. | বাগধারা | অর্থ |
---|---|---|
১ | অকাল কুষ্মাণ্ড | অযোগ্য ব্যক্তি |
২ | অগ্নিপরীক্ষা | কঠিন পরীক্ষা |
৩ | আকাশে তোলা | অতিরিক্ত প্রশংসা করা |
৪ | আষাঢ়ে কথা | গাঁজাখুরি কথা |
৫ | ইঁদুর দৌড় | নিরর্থক প্রতিযোগিতা |
৬ | একবাক্যে বলা | সংক্ষেপে বলা |
৭ | এক কান দুই কান করা | ভুল তথ্য রটানো |
৮ | একে একে মরছে | ক্রমাগত ক্ষতি হওয়া |
৯ | এক হাত নেওয়া | শাস্তি দেওয়া |
১০ | এক ছাদের নিচে | একই স্থানে |
১১ | গা জ্বালা করা | বিরক্তিকর কাজ |
১২ | গা গরম হওয়া | রেগে যাওয়া |
১৩ | গায়ে কাঁটা দেওয়া | আতঙ্কিত/রোমাঞ্চিত হওয়া |
১৪ | গা ঢাকা দেওয়া | আত্মগোপন করা |
১৫ | গলায় গলায় বন্ধুত্ব | অতিরিক্ত ঘনিষ্ঠতা |
১৬ | ঘোড়ার ডিম | কোনো মূল্যহীন কথা |
১৭ | ঘি খেয়ে ঘুমানো | শান্তিতে থাকা |
১৮ | চোখের বালি | বিরক্তিকর ব্যক্তি |
১৯ | চাঁদের হাট | বিচিত্র জনসমাগম |
২০ | চুলচেরা বিশ্লেষণ | সূক্ষ্ম বিশ্লেষণ |
২১ | জলে কুমির ডাঙায় বাঘ | সর্বত্র বিপদ |
২২ | ঝড়ের গতিতে | অত্যন্ত দ্রুতগতিতে |
২৩ | ঠোঁটকাটা | সরাসরি কথা বলে এমন ব্যক্তি |
২৪ | টাক মাথায় চুল | অসম্ভব বিষয় |
২৫ | ডুমুরের ফুল | অত্যন্ত দুর্লভ বিষয় |
২৬ | তেল মারা | খুশি করার জন্য প্রশংসা করা |
২৭ | দরজায় কড়া নাড়া | আগমন ঘনিয়ে আসা |
২৮ | দলছুট | বিচ্ছিন্ন ব্যক্তি |
২৯ | ত্রিশঙ্কু অবস্থায় থাকা | অনিশ্চয় অবস্থায় থাকা |
৩০ | দুধের মাছি | অপছন্দনীয় ব্যক্তি |
৩১ | দিনরাত এক করা | কঠোর পরিশ্রম করা |
৩২ | ধরা খাওয়া | ধরা পড়ে যাওয়া |
৩৩ | দুধে-ভাতে থাকা | সচ্ছল জীবন যাপন করা |
৩৪ | নাক কাটা | অপমানিত হওয়া |
৩৫ | নাক গলানো | অপ্রাসঙ্গিক হস্তক্ষেপ করা |
৩৬ | নাক কাটা | সম্মানহানি হওয়া |
৩৭ | নাকাল হওয়া | অত্যাচারে কষ্ট পাওয়া |
৩৮ | পিঠ বাঁচানো | দোষ থেকে নিজেকে বাঁচানো |
৩৯ | পেট ফুলে ছাগল | অল্পে তুষ্ট হওয়া |
৪০ | পকেট কাটছে | আর্থিক ক্ষতি হওয়া |
৪১ | পকেট ভারী | ধনী হওয়া |
৪২ | পায়ে পড়া | অনুনয় করা |
৪৩ | ফসকে যাওয়া | হাতছাড়া হয়ে যাওয়া |
৪৪ | বগল বাজানো | আত্মতুষ্টি প্রকাশ করা |
৪৫ | বুক ফাটে তবু মুখ ফোটে না | মনে কষ্ট চেপে রাখা |
৪৬ | বুক ফুলে উঠা | গর্ব অনুভব করা |
৪৭ | বরফ গলা | সম্পর্কের বরফ ভাঙা |
৪৮ | বাঘের গলায় ঘণ্টা বাঁধা | ঝুঁকিপূর্ণ কাজ করা |
৪৯ | মনের মত হওয়া | সন্তুষ্টি হওয়া |
৫০ | মুখে ছাই পড়া | লজ্জিত হওয়া |
৫১ | মুখ কালো করা | সম্মানহানি করা |
৫২ | মন দেওয়া-নেওয়া | প্রেমে জড়ানো |
৫৩ | মাটি চাপা দেওয়া | আড়াল করা |
৫৪ | মুখ বুজে সহ্য করা | চুপচাপ সহ্য করা |
৫৫ | মোহ কাটানো | বাস্তব উপলব্ধি হওয়া |
৫৬ | যন্ত্রণা দেওয়া | কষ্ট দেওয়া |
৫৭ | রক্তচক্ষু দেখানো | কঠোর হুঁশিয়ারি দেওয়া |
৫৮ | লেজ নাড়া | খুশি করতে চাওয়া |
৫৯ | লেজ গুটিয়ে পালানো | পরাজিত হয়ে পালানো |
৬০ | সোনার হাঁস | লাভদায়ক সম্পদ |
৬১ | হাত খুলে খরচ করা | প্রচুর খরচ করা |
৬২ | হাত গুটিয়ে নেওয়া | কাজ বন্ধ করে দেওয়া |
৬৩ | হাঁটু গেড়ে বসা | আত্মসমর্পণ করা |
৬৪ | হাড়ে হাড়ে টের পাওয়া | তীব্রভাবে অনুভব করা |
৬৫ | হাসি পাওয়া | ব্যঙ্গ বা অবজ্ঞা করা |
৬৬ | মাথা গরম হওয়া | রেগে যাওয়া |
৬৭ | মাথা ঠান্ডা রাখা | ধৈর্য ধরে রাখা |
৬৮ | পিঁপড়ের মতো | ধীর ও নিষ্ঠাবান পরিশ্রমী |
৬৯ | চুলে ছুঁয়ে বলা | শপথ করে বলা |
৭০ | মুখে বিষ দেওয়া | কটূ কথা বলা |
৭১ | আঙুল ফুলে কলাগাছ হওয়া | দ্রুত উন্নতি লাভ করা |
৭২ | ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে | অতীত অভিজ্ঞতায় ভয় পাওয়া |
৭৩ | টিকি ধরে ধরা | অপরাধী ধরা পড়া |
৭৪ | দাঁতে দাঁত চেপে সহ্য করা | কষ্ট সহ্য করা |
৭৫ | গোঁ ধরে বসা | একগুঁয়ে হওয়া |
৭৬ | পানি পানি হওয়া | লজ্জায় পড়ে যাওয়া |
৭৭ | মুখে কালো দেওয়া | অপমান করা |
৭৮ | গায়ে পড়ে মেশা | অহেতুক জড়িয়ে পড়া |
৭৯ | হাড়ে হাড়ে বোঝা | ভালোভাবে উপলব্ধি করা |
৮০ | রক্ত গরম হয়ে যাওয়া | রেগে যাওয়া |
৮১ | নাম কাটা পড়া | বাদ পড়া |
৮২ | দুয়ারে দুয়ারে ঘোরা | সাহায্যের আশায় ঘোরা |
৮৩ | চামড়া তুলে নেওয়া | কঠোর শাস্তি দেওয়া |
৮৪ | বনে বাঘ, ঘরে শেয়াল | ভেতরে দুর্বল, বাইরে সাহসী |
৮৫ | ঢাকের চোটে কান ফাটে | পরোক্ষে ক্ষতি হওয়া |
৮৬ | পাঁচ আঙুলে ঘি পড়া | চাওয়া অনুযায়ী সব পাওয়া |
৮৭ | পিঠে হাত রাখা | উৎসাহ দেওয়া |
৮৮ | মুখের কথা কাড়ানো | নিজের কথা কেউ আগে বলে ফেলা |
৮৯ | বুক চাপা কষ্ট | বলার মতো নয় এমন যন্ত্রণা |
৯০ | ঠেলা খাওয়া | অপমানিত বা লাঞ্ছিত হওয়া |
৯১ | ব্যথায় কাতর হওয়া | অত্যন্ত কষ্ট পাওয়া |
৯২ | চুলের মুঠি ধরা | প্রচণ্ড রাগ |
৯৩ | নুনে চিড়া | তুচ্ছ খাদ্য |
৯৪ | তুলোর মধ্যে আগুন | শান্ত চেহারার ভিতরে রাগ |
৯৫ | জুতোর তলায় থাকা | ঘৃণিত অবস্থা |
৯৬ | না ঘরকা না ঘাটকা | অনির্দিষ্ট অবস্থা |
৯৭ | পেছনে ছুরি মারা | বিশ্বাসঘাতকতা করা |
৯৮ | ডিম পাড়া হাঁস | কম কাজ করেও লাভজনক হওয়া |
৯৯ | গায়ের চামড়া উঠিয়ে নেওয়া | কঠিন শাস্তি দেওয়া |
১০০ | কান চুলকানো | অস্বস্তিকর পরিস্থিতি |