সংস্কৃত কৃৎ প্রত্যয়: শতৃ ,শানচ্ ,ক্ত, ক্তি 

Spread the love

সংস্কৃত কৃৎ প্রত্যয় : শতৃ ,শানচ্ ,ক্ত, ক্তি 

 

কৃৎ প্রত্যয় :

 

শতৃ , শানচ্ :

 

ক্রিয়া-বিষয়টি হচ্ছে বা চলছে বোঝালে পরস্মৈপদী ধাতুর পরে কর্তৃবাচ্যে শতৃ ও আত্মনেপদী ধাতুর পরে কর্তৃ ও কর্ম উভয়বাচ্যে শানচ্ প্রত্যয় হয় ।

 

শতৃ :

 

চল্ + শতৃ = চলৎ ।

পঠ্ + শতৃ = পঠৎ ।

মহ্ + শতৃ = মহৎ ।

গৈ + শতৃ = গায়্ৎ ।

 

শানচ্ : =(আন বা মান )হয় ।

 

বৃৎ +শানচ্ =বর্তমান ।

বৃধ্ + শানচ্ = বর্ধমান ।

বিদ্ + শানচ্ =বিদ্যমান ।

সেব্ + শানচ্ = সেবমান ।(পুত্র বা শিষ্য অর্থে ) ।

সেব্ + শানচ্ = সেব্যমান ।(পিতা বা গুরু অর্থে ; কর্মবাচ্যে য-এর আগম হয়েছে )

দৃশ্ + শানচ্ = দৃশ্য মান ।

আ-লোচ্ + শানচ্ = আলোচ্যমান

দীপ্ + শানচ্ = দীপ্যমান ।

 

ক্ত (ত ); ক্তি প্রত্যয় :-

 

সাধারনত ক্ত প্রত্যয় হচ্ছে অর্থে বর্তমান কালে

কতৃবাচ্যে অকর্মক ধাতুর পরে এবং অতীতকালের

সকর্মক ধাতুর পরে এই প্রত্যয় হয় । ক্ত-প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হয় এবং ক্রিয়ার ভাব বোঝাতে ক্তি প্রত্যয় হয়।

 

ক্ত প্রত্যয় :- প্রত্যয় সাধারনত “ত” যোগ হয় ।

 

জ্ঞা + ক্ত = জ্ঞাত ।

স্না + ক্ত = স্নাত ।

প্র-নী + ক্ত = প্রণীত (ণত্ব বিধি অনুযায়ী)

লিখ্ + ক্ত = লিখিত ।

ভী + ক্ত = ভীত ।

ক্রী + ক্ত = ক্রীত

গম্ + ক্ত = গত ।

নম্ + ক্ত = নত ।

ধৃ + ক্ত = ধৃত ।

মৃ + ক্ত = মৃত ।

পুষ্ + ক্ত = পুষ্ট ।

হৃষ্ + ক্ত = হৃষ্ট ।

রুষ্ + ক্ত = রুষ্ট ।

ভজ্ + ক্ত = ভক্ত ।

যুজ্ + ক্ত = যুক্ ।

ত্যজ্ + ক্ত = ত্যক্ত

 

ক্তি :- প্রত্যয় সাধারনত ‘তি ‘ যোগ হয় ।

 

নী +ক্তি = নীতি ।

প্রী + ক্তি = প্রীতি ।

স্থা + ক্তি = স্থিতি ।

গম্ + ক্তি = গতি ।

ভী + ক্তি = ভীতি ।

শ্রু + ক্তি = শ্রুতি ।

গম্ + ক্তি = গতি ।

কৃষ্ + ক্তি =কৃষ্টি ।

দৃশ্ + ক্তি = দৃষ্টি ।

ইষ্ + ক্তি = ইষ্টি ।

https://www.munshiacademy.com/সংস্কৃত-কৃৎ-প্রত্যয়-শতৃ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *