বিদেশি তদ্ধিত – প্রত্যয়ের নিয়মাবলি
।। বিদেশি তদ্ধিত – প্রত্যয় ।।
আনা , আনি , গিরি , নবিস : – আচরণ , বৃত্তি বা ভাব অর্থে এই বিদেশী প্রত্যয়গুলি ব্যবহার করা হয় ।
বাবু + আনা = বাবুয়ানা ।
মুনশী + আনা = মুনশীয়ানা ।
হিন্দু + আনা = হিন্দুয়ানি ।
সাহেবি + আনা = সাহেবিয়ানা ।
বাবু + আনি= বাবুয়ানি ।
হিন্দু + আনি = হিন্দুয়ানি ।
বাবু + গিরি = বাবুগিরি ।
কেরানী + গিরি = কেরানীগিরি ।
দারোগা + গিরি = দারোগাগিরি ।
গোয়েন্দা + গিরি = গোয়েন্দাগিরি ।
নকল + নবিস = নকলনবিস ।
শিক্ষা + নবিস = শিক্ষানবিস ।
খানা : – বিদেশী প্রত্যয়টি -স্থান অর্থে ব্যবহার করা হয়।
ডাক্তার + খানা = ডাক্তারখানা ।
ছাপা + খানা = ছাপাখানা ।
বৈঠক + খানা = বৈঠকখানা ।
মুদি + খানা = মুদিখানা ।
গর : -বিদেশী প্রত্যয়টি – যে করে এই অর্থে প্রযুক্ত হয় ।
বাজি + গর = বাজিগর
সওদা + গর = সওদাগর ।
কারি + গর = কারিগর ।
খোর :- খায় যে বা আসক্ত অর্থে -এই প্রত্যয় হয় ।
গাঁজা + খোর = গাঁজাখোর ।
আফিম + খোর = আফিমখোর ।
চশম + খোর = চশমখোর
নেশা + খোর = নেশাখোর ।
দান ( দানি ) :- আধার অর্থে এই বিদেশী প্রত্যয় যোগ হয় ।
বাতি + দান = বাতিদান ।
পিক + দান = পিকদান ।
ধুপ + দানি = ধুপদানি ।
ফুল + দানি = ফুলদানি ।
দার : – যুক্ত , পাত্র বা বৃত্তিধারী অর্থে – এই প্রত্যয় যুক্ত হয় ।
দোকান + দার = দোকানদার ।
জমি + দার = জমিদার ।
ভাগী + দার = ভাগীদার ।
জোত + দার = জোতদার ।
চটক + দার = চটকদার ।
বাজ : – দক্ষ বা আসক্ত অর্থে এই প্রত্যয় হয় ।
মামলা + বাজ = মামলাবাজ ।
দাঙ্গা + বাজ = দাঙ্গাবাজ ।
ফাঁকি + বাজ = ফাঁকিবাজ ।
যুদ্ধ + বাজ = যুদ্ধবাজ ।
সহি ( সই ) : – উপযুক্ত অর্থে এই বিদেশী প্রত্যয়
যুক্ত হয় ।
মানান + সই = মানানসই ।
চলন + সই = চলনসই ।
টেক + সই = টেকসই ।
https://www.munshiacademy.com/বিদেশি-তদ্ধিত-প্রত্যয়ে/