অজান খবর না জানিলে কিসেরো ফকিরী
বলবো কি সে নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা,
ধরতে গেলে না যায় ধরা
যৈছে রে বিজরি॥
মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকুল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ওই নূর ঝলক দিচ্ছে তারি॥
সিরাজ সাঁই বলে রে, লালন
করগে আপন দেহের বলন
নূরে নরে ক’রে মিলন
ঐ রূপ থেকো রে নেহারি॥